শত ব্যস্ততার মাঝে ও আপনজন হীন প্রবাসে আমরা সবাই একটু খুশী থাকার জন্য কতো চেষ্টা করি। এমনই একটি চেষ্টা; বাংলাদেশী স্টুডেন্ট এসোশিয়েশন, পার্ডু সামার ক্রিকেট লীগ।
বাংলাদেশী স্টুডেন্ট এসোশিয়েশন, পার্ডু সামার ক্রিকেট লীগ শুরু হতে যাচ্ছে ৭, ৮ ও ৯ ই জুলাই। ৩২ জন প্লেয়ার নিয়ে তৈরি করা হয়েছে সর্বমোট ৪ দল। প্রতি দলে রয়েছে ৭ জন করে খেলোয়ার।
গত কাল নিলামের মাধ্যমে চার অধিনায়ক তাদের খেলোয়ার নির্ধারণ করেছেন। প্রতিটি খেলা অনুষ্ঠিত হবে Purdue Armory ইনডোর স্টেডিয়ামে । খেলা পরিচালনা কমিটি ও প্রচার বিভাগ সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে (ফেসবুক লাইভে) খেলা প্রচারের ব্যাপারে চিন্তা ভাবনা করছে। শুক্র সন্ধ্যা, শনি ও রবি বার কখন খেলা কোথায় শুরা হবে, এই ব্যাপারে আরো বিস্তারিত জানানো হবে। দুএকজন ছাড়া কেউ পেশাদার খেলোয়ার না হলে ও ব্যাটসম্যান, বোলারদের ও ফিল্ডারদের সমন্বয়ে দারুণ ভাবে ব্যালেন্স করা হয়েছে সবগুলো দল।
চারটি দলের নাম ও খেলোয়ার তালিকা :
সবুজ-অধিনায়ক- ড. রাইয়ান ভাই,
১) ড. আরিফ ভা্ই, ২) ত্রিদিব, ৩) সঞ্জয় ভাই ৪) তাসবীর ভাই (মেডিক্যাল ডক্টর) ৫) সালভি ৬) ড. মাহবুব ভাই
সবুজ-অধিনায়ক- ড. রাইয়ান ভাই,
১) ড. আরিফ ভা্ই, ২) ত্রিদিব, ৩) সঞ্জয় ভাই ৪) তাসবীর ভাই (মেডিক্যাল ডক্টর) ৫) সালভি ৬) ড. মাহবুব ভাই
মাথা নষ্ট- অধিনায়ক ড, সাদ্রি ভাই,
১) আসিফ, ২) ড. জাহিদ ভাই ৩) সাকিব ৪) রাগিব ভাই ৫) পিন্টু ৬) আরাফাত ভাই।
১) আসিফ, ২) ড. জাহিদ ভাই ৩) সাকিব ৪) রাগিব ভাই ৫) পিন্টু ৬) আরাফাত ভাই।
দুর্বল- অধিনায়ক রণ ভাই
১) অভি ভাই ২) রাবু ভাই ৩) ইমরোজ ৪) সাঞ্জু ৫) সাজিদ ভাই ৬) অনিক ভাই।
১) অভি ভাই ২) রাবু ভাই ৩) ইমরোজ ৪) সাঞ্জু ৫) সাজিদ ভাই ৬) অনিক ভাই।
ঝাল মরিচ-অধিনায়ক-রিয়াজ ভাই।
১) রাজু ভাই ২) সাইদ ভাই ৩) শাহেদ ভাই ৪) নাঈম ৫) ড. রাজিব ভাই ৬) আরাফাত ভাই।
১) রাজু ভাই ২) সাইদ ভাই ৩) শাহেদ ভাই ৪) নাঈম ৫) ড. রাজিব ভাই ৬) আরাফাত ভাই।